ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (৫ মে) ভোরে আহমেদাবাদে একটি সড়কে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পবনদীপ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, তার বাঁ পা এবং ডান হাতে গুরুতর আঘাত লেগেছে। এখনো দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।পবনদীপ রাজন ২০২১ সালে ইন্ডিয়ান আইডল ১২ জিতেছিলেন। তিনি সেই মৌসুমে অরুণিতা কঞ্জিলাল, মোহাম্মদ দানিশ, সাইলি কাম্বলে, নিহাল তৌরো ও শানমুখ প্রিয়াকে পেছনে ফেলে বিজয়ী হন।
পবনদীপ ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া শো’র বিজয়ী ছিলেন। তিনি উত্তরাখণ্ডের চম্পাবত জেলার বাসিন্দা।
Leave a Reply