আজমিরীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের আজমিরীগঞ্জে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র) সাথে উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন জাতীয় স্থানীয় গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৫ ই মে) সন্ধ্যা সাড়ে সাতটায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের আমন্ত্রণে উনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূলসহ সার্বিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় ওসি মো.শফিকুল ইসলাম বলেন, অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে।তিনি আরও বলেন, পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। এ সময় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক, সাধারণ সম্পাদক মো. আবু হেনা, শরীফ উদ্দিন পেশোয়ার, সোহেল রানা, এনামুল হক মিলাদ, সেন্টু আহমেদ জিহান, ফরহাদ চৌধুরী,আশিকুর রহমান, হাবিবুর রহমান রিয়াদ, বাদল ব্যানার্জী,এসকে কাওছার,সাইদুল ইসলাম বাহার,রনি পারভেজ,লালন পারভেজ,জুমন মোড়ল, কনৌজ ব্যানার্জি, আব্দুল্লাহ প্রমূখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা , মাদক নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সাথে ওসি মো. শফিকুল ইসলামের নিরপেক্ষ বলিষ্ঠ নেতৃত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক বিষয়ে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল / কাওছার
Leave a Reply