আগামী শুক্রবার (৯ মে) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ২৫ বছর বয়সী যুবক হুসাইন আহমদের। শেষ করেছেন বিয়ের কেনাকাটাও। চলছিল বিয়ের শেষ প্রস্তুতি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বিয়ের আগেই নিভে গেল তার জীবন প্রদীপ।
সোমবার (৫ মে) বিকেল ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের মরইরতল এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়ে মারা যান হুসাইন।
নিহত হুসাইন আহমদ বাবুল সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শীতলজুড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে। দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা কাওছার আহমদ নামে এক যুবক আহত হয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হুসাইন ও কাওছার মোটরসাইকেলে করে সিলেট শহর থেকে বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়কের মরইরতল এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হুসাইন আহমদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply