ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত উপমহাদেশ। পুরো মাত্রার যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কার মধ্যে কাটছে প্রতিটি ঘণ্টা। হামলা, পাল্টা হামলা, প্রতিরোধ, প্রতিরক্ষা আর ধ্বংসখেলায় মেতেছে চিরবৈরী দুই দেশ। এ মুহূর্তে ভারতের কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে। জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল।’
ওই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ‘এখন সেখান থেকে প্রায় দেড় ঘণ্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সেখানেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর।’
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে।এর মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীরে হামলা চালিয়েছে পাকিস্তানও। এতে প্রাণ গেছে অন্তত তিনজনের। ৫টি ভারতীয় যুদ্ধবিমানও ধ্বংস করেছে পাকিস্তান।
এদিকে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় এক ভারতীয় সেনা ও চার শিশুসহ নতুন করে আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
Leave a Reply