1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

পাক-ভারত সংঘাত কাটিয়ে আজ মাঠে ফিরছে পিএসএল ও আইপিএল

  • আপডেটের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ  যুদ্ধ কাটিয়ে আজ মাঠে ফিরছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে রাত আটটায় ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। পিএসএলে রাত ৯টায় লড়বে করাচি ও পেশোয়ার। যে ম্যাচ দিয়ে ৬ মাস পর ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান। পাক ভারত যুদ্ধের জেরে দুই টুর্নামেন্টেই কমেছে বিদেশি ক্রিকেটার।ভারতের ড্রোন হামলার জেরে যেখানে থেমেছিল পাকিস্তান সুপার লিগ। যুদ্ধ শেষে সেই রাওয়ালপিন্ডিতেই ফিরছে পিএসএল। বাকি থাকা আট ম্যাচের সবগুলোই হবে এখানে।টুর্নামেন্ট বন্ধ হওয়ার আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে মুলতানের, প্লে অফে নাম লিখিয়েছে কোয়েটা। বাকি তিন স্পটের লড়াইয়ে টিকে আছে ৪ দল। যাদের দুটি করাচি ও পেশোয়ার।

https://10ms.io/wvN02H

পয়েন্ট টেবিল হিসাব নিকাশ ছাড়াও দু’দলের লড়াইয়ের মাহাত্ম বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এ ম্যাচ দিয়েই ৬ মাস পর ২২ গজে ফিরতে পারেন বাংলাদেশ অলরাউন্ডার। বিদেশি ক্রিকেটার কম থাকায় জালমি একাদশে তার থাকার সম্ভাবনাও বেশিটুর্নামেন্টের বাকি অংশে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। জাতীয় দলের ব্যস্ততায় আসরে আর খেলা হচ্ছে না রিশাদ হোসেন ও নাহিদ রানার। তাদের মতো, বেশিরভাগ বিদেশি তারকাদেরই মিস করবে পিএসএল।

যুদ্ধাতঙ্ক ভর করেছে আইপিএল খেলা ভীনদেশি ক্রিকেটারদেরও। ৯ দিনের বিরতি কাটিয়ে শনিবার টুর্নামেন্ট মাঠে ফিরলেও বাকি অংশে আর দেখা যাবেনা জস বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, হ্যারি ব্রুক, অ্যাডাম জাম্পা, জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের মতো ৯ বিদেশিকে। সবমিলে ২১ ক্রিকেটারের বিকল্প নিয়ে মাঠে নামছে দশ ফ্র্যাঞ্চাইজিআইপিএলের এ পর্বে অবশ্য আক্ষেপ কাটতে পারে বাংলাদেশি সমর্থকদের। ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি। মিচেল স্টার্কের অভাব মেটাতে লিগ পর্বের তিন ম্যাচের একাদশেই দেখা যেতে পারে কাটার মাস্টারকে। এরই মধ্যে প্লে অফে এক পা দিয়ে রেখেছে টেবিলের শীর্ষ তিন দল গুজরাট, ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব। শেষ চারের রেসে টিকে আছে মুম্বাই, দিল্লি, কলকাতা, লখনৌও। লিগ পর্বের ৯টিসহ ৬ ভেন্যুতে হবে বাকি থাকা ১৩ ম্যাচ। তবে এখনও চূড়ান্ত নয় প্লে অফ ও ফাইনালের ভেন্যু।।।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com