আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস, দেশের অর্ধেক জনগোষ্ঠী সেবার বাইরে রয়েছে

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ আজ বিশ্ব ‘টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’। ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও দিবসটি পালিত হচ্ছে। তবে দিবস পালন করলেও সেবার ক্ষেত্রে তাল মেলাতে পারেনি দেশের টেলিকম খাত। দেশের ৫৮ শতাংশ বা অর্ধেক জনগোষ্ঠী এখনও টেলিযোগাযোগ সেবার বাইরে রয়েছে। মোবাইল ফোনের নেটওয়ার্ক দুর্বলতা, ডিভাইসের দাম বৃদ্ধি, ইন্টারনেট ডেটার উচ্চমূল্য ও ধীরগতির কারণে ডিজিটাল সেবায় বিশ্বব্যাপী অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। এমনটাই মনে করেন দেশের প্রযুক্তিবিদরা। তথ্যপ্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির সময়ের আলোকে বলেন, আমাদের টেলিফোনি, মোবাইল ডাটা ও ইন্টারনেট ব্যবস্থা মিলিয়ে যদি টেলিকম সেক্টরের ওভারল স্ট্যান্ডার্ড বলি তা হলে বিশ্বব্যাপী আমরা অনেকখানি পিছিয়ে আছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনটি বিষয়ে আমরা অনেকখানি পিছিয়ে আছিÑএকটি হলো কোয়ালিটি অব সার্ভিস, স্পিড অব ইন্টারনেট ও ইন্টারনেটের কার্যকর ব্যবহার। ইন্ডিভিুজুয়াল, করপোরেট ও ইডাস্ট্রিজের সব ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহারে অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। যতগুলো মন্ত্রণালয় আছে, সরকারি দফতর আছে কোথাও ইফেক্টিভ ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। এ বছরের ফোকাস হওয়া উচিত ভবিষ্যতের দিনগুলোতে এসব ক্ষেত্রে সিগনিফিকেন্ট উন্নতি করা।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ সময়ের আলোকে বলেন, নেটওয়ার্ক দুর্বলতা, ডিভাইসের দাম বৃদ্ধি, ডেটার উচ্চ মূল্যের কারণে এখনও দেশের ৫৮ শতাংশ বা অর্ধেক জনগোষ্ঠী টেলিযোগাযোগ সেবার বাইরে রয়েছে। ১৯৯১ সালে দেশ সেলুলার ফোনের যুগে প্রবেশ করে।