৭০০ বছর আগে ওলিকুল শিরোমণি হযরত শাহজালালের (র.) সিলেটে আগমন নিয়ে নানা রকমের তথ্য থাকলেও এবার পাওয়া গেল ৫০০ বছর পুরনো শিলালিপি, যার প্রতিলিপি শাহজালাল (র.) মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন মাসিক শাহজালাল ম্যাগাজিনের সম্পাদক রুহুল ফারুক জালালী শাজলী।
শিলালিপিটি ১৫০৩ খ্রিষ্ট্রাব্দে লিখেন তৎকালীন নবাব সুলতান শামস্ আল দ্বীন ফিরোজ, যা বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহজালাল (র.) মাজার সংলগ্ন একটি হোটেলে খাদেম সামুন মাহমুদ খানের কাছে হস্তান্তর করা হয়।
খাদেম জানিয়েছেন, এই শিলালিপিটির মাধ্যমে এখন থেকে শাহজালালের (র.) সিলেট আগমনের সঠিক ইতিহাস জানবে মানুষজন। তাই এটি মাজারে মোতায়াল্লির অফিসে সংরক্ষণ করা হবে।
কথিত আছে, হযরত শাহজালাল (র.) ১২৭১ সালের ২৫ মে ইয়েমেন জন্মগ্রহণ করেন।
ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা ও আধ্যাত্মিক সাধনার জন্য তিনি তুরস্ক, মক্কা, মদিনা এবং ইরাকের বিভিন্ন পবিত্র স্থান ভ্রমণ করেছিলেন।
ইসলামিক শিক্ষা ও আধ্যাত্মিক সাধনা লাভের পর তিনি মাত্র ৩২ বছর বয়সে ১৩০৩ সালে সিলেট অঞ্চল বিজয় করে ইসলাম প্রচার করেন।
Leave a Reply