সুনামগঞ্জ প্রতিনিধি:: অপারেশন ডেভিল হান্টের আওতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনুকে গ্রেফতার করেছ পুলিশ।
মঙ্গলবার (২০ মে) ভোরে ছাতক পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার পুত্র।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলার (নং- ০৫) এজহার নামীয় ৪৮ নং আসামি তিনি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply