ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরও ৮৫ ফিলিস্তিনি। ইসরাইলি বাহিনীর টানা বিমান হামলায় বৃহস্পতিবার ভোর থেকে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া অনাহারেও মৃত্যু বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে গাজায় নিহত ২৯ জন শিশু ও বৃদ্ধকে অনাহারে মৃত্যুবরণকারী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। উপত্যকাটির হাজার হাজার মানুষ এখন অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে তারা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, শুক্রবারও সেখানে বোমা হামলা অব্যাহত রয়েছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩ হাজার ৭৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর তাদের হামলায় আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৯৭ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করছে, বাস্তব চিত্র আরও ভয়াবহ। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে রয়েছেন এবং অনেককে মৃত বলে ধরে নেয়া হচ্ছে। সে হিসাবে মোট মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি হতে পারে। উদ্বেগের বিষয় হলো নিহতদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে অনাহারে। চলমান অবরোধ ও যুদ্ধ পরিস্থিতির কারণে হাজার হাজার মানুষ এখন মারাত্মক খাদ্য সংকটে ভুগছে।
Leave a Reply