নবীগঞ্জে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার

বাদল আহমেদ নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এফআইআর ভুক্ত পলাতক আসামী মনসুর মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত (০৯ জুন) নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের আলীম মিয়ার পুত্র মনসুর মিয়া (২১), কে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান এর দিকনির্দেশনায় এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে থাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামী কে যথাযথ পুলিশি পাহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে!!