মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

বার্তা ডেস্ক :: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যাবসায় বাধা দেওয়ায় আলী দেওয়ান (৭০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মামুন।
বুধবার (১১ জুন) রাতে উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পরপরই ঘাতক মামুন পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। নিহত আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মামুন মাদকাসক্ত ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আলীর ছোট ছেলে। সম্প্রতি মাদক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ঈদের আগে তিনি জামিনে বের হয়ে আসে। পরে পুনরায় মাদক কারবারি শুরু করেন। এ ঘটনা নিয়ে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। ঘটনার সময় এশার নামাজের জন্য আলী ওজু করতে যায়। তখন পেছন থেকে ধারালো দা দিয়ে কুপিয়ে মামুন তার বাবাকে হত্যা করে। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলে মামুন পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আলী ঘটনাস্থলেই মারা গেছেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।