সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের

সিলেট প্রতিনিধি::সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) দুপুরে মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) ও তাদের ছেলে সিয়াম আহমদ (৯)। আহত হয়েছেন ঝর্ণা বেগমের স্বামী জুনেদ আহমদ ও তাদের অপর দুই ছেলে-মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে প্রাইভেটকারে করে পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন জুনেদ আহমদ। শ্রীরামপুর এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা বেগম। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সিয়াম।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার খাদে পড়ে এক নারী ঘটনাস্থলে এবং তার শিশু পুত্র হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।