1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিলেন ডি ব্রুইনা

  • আপডেটের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৪ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। দলের বাজে পারফরম্যান্সের জন্য সমালোচনার শিকার হতে হয়েছে সিলভা-ডি ব্রুইনার মতো তারকা ফুটবলারদের। এর মাঝেই গুঞ্জন উঠেছিল ম্যানসিটি ছাড়তে যাচ্ছেন ডি ব্রুইনা। এবার সেই গুঞ্জনকেই বাস্তবে রূপ দিলেন বেলজিয়ান তারকা। শুক্রবার (৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যানসিটি ছাড়াও ঘোষণা দিয়েছেন তিনি। চলতি মৌসুম শেষে সিটিজেন শিবিরে আর দেখা যাবে না এই মিডফিন্ডারকে।

পোস্টে ডি ব্রুইনা লিখেছেন, এটা (সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট) দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে, বিষয়টা কোন দিকে এগোচ্ছে। তাই আমি সরাসরিই সেই আলাপে চলে যাব এবং আপনাদের সবাইকে জানাচ্ছি যে, ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে সামনের কয়েকটি মাসই হবে আমার শেষ সময়। আগামী ৩০ জুন ডি ব্রুইনার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে ম্যানসিটির চুক্তির মেয়াদ। এরপর আর চুক্তি নবায়ন হচ্ছে না দুই পক্ষের মধ্যে। ২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ থেকে পাঁচ কোটি ৪৫ লাখ পাউন্ডে তাকে কিনেছিল সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে বর্তমানে তার দশম মৌসুম চলছে।

তাই ভক্তদের উদ্দেশে ডি ব্রুইনা লিখেছেন, এই বিষয়টি (ক্লাব ছেড়ে যাওয়া) নিয়ে লেখা সহজ নয়, কিন্তু ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি যে, এই দিনটি একসময় আসে। সেই দিনটি চলে এসেছে এবং সবার আগে আমার মুখ থেকেই এটি শোনা আপনাদের প্রাপ্য।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা ফুটবলারদের মধ্যে একজন ডি ব্রুইনা। টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা তিনি জিতেছেন সিটির জার্সিতে।

https://10ms.io/NvfH75

এ ছাড়াও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ ও পাঁচটি কারাবাও কাপ উঁচিয়ে ধরার তৃপ্তি পেয়েছেন। কোচ পেপ গার্দিওলার অধীনে ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জেতা (প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ) স্কোয়াডের গর্বিত সদস্য ছিলেন তিনি।

এসব অর্জন নিঢে ভীষণ উচ্ছ্বসিত এই বেলজিয়ান তারকা। তার ভাষ্য, ফুটবল আমাকে আপনাদের সকলের কাছে এবং এই শহরে পৌঁছে দিয়েছে। আমি কেবল আমার স্বপ্নের পেছনে ছুটেছি, কিন্তু এটা জানতাম না যে, এই সময়টা (সিটিতে থাকাকালীন) আমার জীবন বদলে দেবে। এই শহর, এই ক্লাব, এই মানুষগুলো… আমাকে সবকিছু দিয়েছে। সেসবের প্রতিদান দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না! আর দেখো— আমরা সবকিছু জিতেছি।’

https://10ms.io/OvfHB1

উল্লেখ্য, সিটিজেন হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১৩ ম্যাচ খেলেছেন ডি ব্রুইনা। তিনি নিজে করেছেন ১০৬ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭৪ গোল। ব্যক্তিগতভাবে দুবার প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড়, চারবার ম্যান সিটির মৌসুমসেরা খেলোয়াড় ও একবার চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা মিডফিল্ডারের পুরস্কার জিতেছেন তিনি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com