চ্যাম্পিয়নয়স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের ৩৩ দিন আগে পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস জানান, পারিবারিক কারণে পদত্যাগ করেছেন পোথাস।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে ছুটিতে ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফরা। পারিবারিক কারণে চাকরি ছাড়া পোথাস বলেন, ‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।
শুভ কামনা জানিয়ে পোথাস লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।
সুত্রঃ মানবজমিন / ইকবাল
Leave a Reply