এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ।। আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আজমিরীগঞ্জে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে।কয়েকজনের অবস্থা আশংকাজনক হলে তাদের সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে যানা গেছে। আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন নোয়াগড় গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় সাবেক মেম্বার শাহজাহান মিয়া ও একি গ্রামের আক্তার মিয়ার স্থানীয় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই ঘণ্টাব্যাপি সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতিবছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকেন। সমিতির তহবিলে বেশকিছু টাকা রয়েছে। এতদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ করে আসছিলো নোয়াগড় গ্রামের শাহজাহান মেম্বার।
শাহজাহান মেম্বারের নিয়ন্ত্রণ থেকে এসব আনতে সম্প্রতি লতিফুর মেম্বার বাধা প্রদান করেন। এনিয়ে গত কয়েক দিন ধরেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।
আহতদের আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে বলে জানা গেছে। কয়েকজনের অবস্থা আশংকাজনক হলে তাদের সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল হাছান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply