এস কে কাওছার আহমেদ,আজমিরীগঞ্জ।। হবিগঞ্জের আজমিরীগঞ্জের কৃতিসন্তান সাবেক আইজিপি মোঃ মোতাব্বির হোসেন চৌধুরী মৃত্যুবরণ করেছেন। আইজিপির পর তিনি সাবেক সচিব এবং সাবেক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। গতরাত বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যু সময় তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে , দীর্ঘ দিন যাবৎ তিনি হৃদরোগে ভুগছিলেন। ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন ছিলেন ।
বৃহস্পতিবার ১ মে বিকাল ৩ ঘঠিকায় রাজারবাগ পুলিশ লাইনে গার্ড অব অনার শেষে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
মোদাব্বির হোসেন চৌধুরী ২০০১-২০০৩ সালে বাংলাদেশ পুলিশের ১৭ তম পুলিশ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট ছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসাবে অবসর গ্রহণ করেছিলেন। বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসাবে দায়িত্ব পালন করার পর তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছিলো।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। ঢাকায় জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে(শিবপাশা) হেলিকপ্টার যোগে আনা হয়।শিবপাশা কেন্দ্রীয় ঈদগাহে রাত ৯ ঘটিকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা করা হয়েছে। একজন গুনি মানুষ হারানোর আর্তনাদে স্থানীয় আত্মীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply