নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধি : গণঅধিকার পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নুরুল আমিন পাঠান ফুলকে সভাপতি ও মো: আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১৬ জুন) গণঅধিকার পরিষদের হবিগঞ্জ জেলার সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খাঁনের এক স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব পাওয়া নেতাদেরকে গণঅধিকার পরিষদের হবিগঞ্জ জেলার সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে গণ অধিকার পরিষদে আপনাদের নেতৃত্ব আগামীর বাংলাদেশ বির্নিমানে জাতিকে পথ দেখাবে। কমিটির সিনিয়র সহসভাপতি সাবেক প্রেসক্লাবের সভাপতি আশাহিদ আলী আশা, সহ সভাপতি মুফতি মাও: আলা উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, সিরাজ মিয়া তালুকদার, টিপু চৌধুরী, তকলিছ মিয়া, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান মিছু, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমেদ, নজরুল ইসলাম, প্রভাষক মো: সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান জিলু, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুছা, কামরান আহমেদ দিলাল, দপ্তর সম্পাদক গোলাম ইমরান আহমেদ কাজল, সহ দপ্তর সম্পাদক নবীন হোসেন, অর্থ সম্পাদক আঃ হাফিজ, সহ অর্থ সম্পাদক আব্দুর রুফ, গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নাজমুল আলম বাবু প্রমুখ। সহ ৬৭ জনের নাম প্রকাশ করে জেলার সভাপতি সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত দলীয় প্যাডে প্র্কাশ করা হয়।
এছাড়াও এক প্রেসবিজ্ঞপ্তি তে গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন নব নির্বাচিত কমিটির সবাইকে শুভেচ্ছা বার্তা জানান,পাশাপাশি গনঅধিকার পরিষদের নব নির্বাচিতদের সাংগঠনিক নির্দেশ মেনে দলের ভাবমূর্তি ঠিক রেখে, জনগণের সাথে মিলে মিশে কাদে কাদ রেখে সবাইকে কাজ করার আহবান জানান।