দুই বছর আগে প্রথমবারের মতো পর্দা ওঠে সেলিব্রেটি ক্রিকেট লীগ বা (সিসিএল)-এর। তবে দুর্ভাগ্যবশত মারামারির কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। অনেকেই ধরে নিয়েছিলেন সেলিব্রেটি ক্রিকেট লীগ বুঝি পণ্ড হয়ে গেল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দুই বছর পর পুনরায় মাঠে গড়িয়েছে টুর্নামেন্ট।এবার নাম বদলে হয়েছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। যেখানে লাইট, ক্যামেরা ছেড়ে আবারও ২২ গজের মাঠে নেমেছেন শোবিজ তারকারা। সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে এবার খেলছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। খেলা চলাকালীন অভিনেত্রী মুখোমুখি হন গণমাধ্যমের।সেখানে জানান, খেলাধুলার অভ্যাসটা তার ছোটবেলা থেকেই।
অভিনেত্রী বলেন, ‘খেলাধুলার অভ্যাস ছোটবেলা থেকেই আছে। স্কুলে কলেজে খেলেছি। আমার আব্বু ন্যাশনাল টিমে ভলিবল খেলেছে।
বাংলাদেশ আর্মির হয়ে ভলিবল খেলেছে। সো খেলাধুলাটা আসলে ফ্যামিলে থেকেই পেয়েছি। ছোটবেলা থেকে মফস্বলে বড়ে হয়েছি, খেলাধুলা করেই বড় হয়েছি। স্পোর্টস এটা আসলে ফ্যামিলগত ভাবেই পেয়েছি আমরা।’
Leave a Reply