বাদল আহমেদ,নবীগঞ্জ।। গত ষোল বছরে কী করলেন, পেপার পত্রিকায় প্রকাশিত যতসব নিউজ সবকিছুর হিসাব অনুযায়ী বাংলাদেশ সিঙ্গাপুর কিংবা মালোশিয়া। তবে বাস্তবতার সামনে দাঁড়িয়ে সংসদ সদস্য থেকে স্থানীয় মন্ত্রণালয়ের যতসব প্রতিনিধি ও ওয়ার্ড সদস্য ওই বলেন সবাইর মুখে মুখে শুধু উন্নয়নের বলি।
যা প্রেক্ষাপটে দৃশ্যমান জাতীর সামনে নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড শহরের মধ্যেএকটি বৃহৎ গ্রাম শিবপাশা নিয়ে গঠিত।
বিগত বছরগুলোতে সকল গ্রামের মেঠোপথগুলো কংক্রিটের আস্তরণে যেমন সমৃদ্ধ হয়েছে তেমনই রঙিন সোডিয়াম লাইটের আলোয় চকচক করেছে রাতের আকাশ। পয় নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রশ্ন আছে এই পরিসেবা গুলোর দেখভাল নিয়ে ভাঙা রাস্তার গর্তে পানি জমে থাকে, ড্রেনের স্লিপার গুলো ভেঙে ও রোদেপুরে লাইট গুলো বিকল হয়ে নাকাল হচ্ছে ইদানিং কালের অত্র এলাকার নাগরিকদের জীবন। গ্রামটির পূর্ব ও পশ্চিম দিকের সংযোগ সড়ক গুলো দুর্ঘটনা প্রবন হয়ে পড়েছে নিয়মিত,প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে , রাস্তার সংস্কারের অভাবে।
বিশেষ করে রৌদ্রগ্রাম সড়ক, ভৈরব গাছ তলার সড়ক এর মধ্যে উল্লেখযোগ্য দুইটা রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল হয় দৈনন্দিন, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই এলাকায় স্ট্রিট লাইট গুলো বিকল হয়ে পরে আছে প্রায় ১ বছর হলো। যার কারণে বেড়েছে মাদকের প্রকুপ এবং চুরি ছিনতাই। সঠিক বর্জ্য অপসারণের অভাবে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখাবরাক নদী ও পরিনত হচ্ছে আবর্জনার ভাগাড়ে। প্রশাসনের উদ্যোগে এই এলাকার নাগরিকদের জীবন মানের উন্নয়ন হবে, ঠিক হবে রাস্তাঘাট, সড়কবাতি ও সুয়ারেজ সিস্টেম এটাই প্রত্যাশা নবীগঞ্জ শহরবাসীর।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা
Leave a Reply