এস কে কাওছার আহমেদ,আজমিরীগঞ্জ প্রতিনিধি।।আজমিরীগঞ্জে বজ্রপাতে রাজু মিয়া নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১১ ১ মে) বিকাল সাড়ে পাঁচটায় সময় বাড়ির বাহিরে দাড়ানো ছিলো রাজু মিয়া নামে ঐ যুবক।
হালকা বৃষ্টির মধ্যেই বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাতে আহত হয়ে মাঠিতে লুটিয়ে পরে রাজু। পরিবারের লোকজন তাৎক্ষণিক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ততক্ষণে রাস্তায়ই মৃত্যু হয় তার।
জানা যায়, রাজু মিয়া (২০) কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দী গ্রামের তজম আলীর পুত্র। বিকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিলো ঐ এলাকায়। বাড়ির পাশে থাকা পুকুর থেকে গোসল শেষে বাড়ির সামনেই বৃষ্টির মধ্যে দাড়ানো ছিলো সে। আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি,পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহনের প্রক্রিয়া চলছে।
Leave a Reply