নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা (৪৫) কে সিলেট নগরীতে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে সিলেট নগরীর ব্যস্ততম রিকাবীবাজার এলাকার ফাতেমারেস্টুরেন্টে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।
এ সময় উপস্থিত ছাত্রজনতার মধ্যে নবীগঞ্জের সাবেক ২-৩ জন ছাত্রনেতা নির্মলেন্দু দাশ রানাকে চিনে ফেলেন। তারা তাকে আটক করে মারধর শুরু করেন। এ সময় মোস্তাক আহমেদ মিলু ও আবুল হোসেন জীবন রানাকে ছাত্র জনতার হাত থেকে রক্ষা করার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে ছাত্রজনতা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর ও গণপিটুনি দেয়। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মলেন্দু দাশ রানাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, “করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে আটকের খবর পেয়েছি। বিস্তারিত তথ্য জানার জন্য খোঁজখবর নিচ্ছি।” ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
Leave a Reply