স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব শংকরসেনা (শাহাজানপুর) গ্রামে ঝুমন মিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
(১৭ মে) শনিবার দুপুরের দিকে উপজেলার শংকরসেনা নিজ বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়। শিশুটির বাবার নাম দুলাল মিয়া। তিনি পেশায় একজন ট্রাক চালক।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে শিশু ঝুমন মিয়ার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি ঘরের বাইরে খেলাধুলায় মত্ত ছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সম্রাট পোদ্দার বলেন, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটি মৃত্যু হয়েছে।
Leave a Reply