দুই দিন ধরে বন্ধ সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস বাস সার্ভিস গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে যাতায়াতকারী হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল-শেরপুর সড়কে সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সঙ্গে একটি স্থানীয় পরিবহন গ্রুপের বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধ চরমে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। অনেককে বিকল্প ও ব্যয়বহুল যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে। এ বিষয়ে সিলেট ও হবিগঞ্জের পরিবহন শ্রমিক সংগঠনগুলোর মধ্যে আলোচনা চললেও বুধবার (১১ জুন) দুপুর পর্যন্ত কোনো সমাধান হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
সাধারণ যাত্রীরা অভিযোগ করেছেন, এক্সপ্রেস বাসের কিছু চালক ও হেলপার যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, গালাগাল দেন, নারী যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন। অনেক সময় যাত্রী নামার আগেই বাস চালিয়ে দেন বা হঠাৎ দরজা বন্ধ করে দেন। এ বিষয়ে মন্তব্য জানতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল-হবিগঞ্জ বাস মালিক সমিতির অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও তাদের সাড়া মেলেনি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘বিষয়টি আমি গতকাল রাতে জানতে পেরেছি। হবিগঞ্জের ডিসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন সাহেব জানিয়েছেন, আজকের মধ্যেই বাস চলাচল স্বাভাবিক হবে।’