সুনামগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-৩

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরইয়ে চোরাই যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ জুন) সকাল ৯ থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ জুন বিকেলে দিরাই পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে স্থানীয় বাসিন্দা দ্বিগবিজয় তালুকদারের একটি বাজাজ কোম্পানির ডিসকাভার মোটর সাইকেল চুরি হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি মার্কেটের সিসি ফুটেজ সংগ্রহ ও যাচাই করে ঘটনায় জড়িত দিরাই পৌর এলাকার ঘাগটিয়া মরাখালি গ্রামের নুর মিয়ার ছেলে আফাজ মিয়ার (২৫) পরিচয় সনাক্ত করে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে দিরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাসের দিক নির্দেশনায় এসআই নিউটন মৃধা ও এএসআই সুব্রত পালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘাগটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে আফাজ মিয়াকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে আফাজ মিয়া জানায়- চোরাই মোটর সাইকেলটি সে চক্রের আরেক সদস্য উপজেলার কালধর গ্রামের কুটি মিয়ার ছেলে হুসাইন আহমেদ রুয়েল ওরফে ময়না মিয়ার নিকট বিক্রি করেছে। তার দেয়া তথ্যমতে পুলিশ কালধর গ্রামে অভিযান চালিয়ে হুসাইন আহমেদ রুয়েল ওরফে ময়না মিয়াকে (২৩) আটক করে। জিজ্ঞাসাবাদে ময়না মিয়া মোটর সাইকেলটি উপজেলার তেতৈয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে ফয়জুর রহমানের (৩২) কাছে বিক্রি করেছে বলে স্বীকার করে। এরপর তেতৈয়া গ্রামে অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল উদ্ধার ও ফয়জুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে প্রয়োজনীয় পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং আরও তদন্ত চলমান আছে।