সুনামগঞ্জে চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মোছা. রুকশানা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে।
শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুকশানা বেগম ওই গ্রামের মো. ফিরিজ আলীর স্ত্রী। অভিযুক্ত মো. জসিম উদ্দিন (২৬) একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে এবং নিহতের ভাসুরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে তাঁর চাচিকে উত্যক্ত করে আসছিলেন। তাঁকে একাধিকবার অশালীন প্রস্তাব দেওয়ার ঘটনায় গ্রামে কয়েক দফা সালিশও হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে নিজ ঘরে কাজ করছিলেন রুকশানা বেগম। এ সময় জসিম আবারও অশালীন অঙ্গভঙ্গি করলে প্রতিবাদ করেন রুকশানা। এতে ক্ষিপ্ত হয়ে বটি দা দিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন জসিম। এ সময় রুকশানার পাশে থাকা চার বছরের মেয়ে মোছাঃ তোফা আক্তারও আহত হয়।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে জসিম পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় রুকশানা বেগমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিমকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।