ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত পুরাতন ভবন এখন ময়লা-আবর্জনার ভাগাড়

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত পুরাতন ভবন এখন ময়লা-আবর্জনার ভাগাড়। অসচেতন লোকজন এখানে নিয়মিত ময়লা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সেখানকার ময়লা সরানোর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
ইউনিয়নের পুরোনো ভবনে (১৮ জুন বুধবার ) সরজমিনে গিয়ে দেখা যায়, চারদিকে ছড়ানো-ছিটানো পচা ও নোংরা বর্জ্য এবং আবর্জনার স্তূপ। পথচারীরা ভবনের সামনে ও পেছনের অংশ ব্যবহার করছেন পাবলিক টয়লেটের মতো। ফলে গোটা এলাকা দুর্গন্ধে ভরা। এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বাজার ও আশপাশের ব্যবসায়ীরা। পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই, কোনো কালে এটি সরকারি ভবন ছিল। স্থানীয়দের অভিযোগ, এমন অবস্থা দেখেও ভবনটি অপসারণ কিংবা পরিচ্ছন্নতার ব্যাপারে কারও মাথা ব্যথা নেই।
বাজারের ব্যবসায়ী মা মনি ইন্জিনিয়ার ওয়ার্কশপ স্বত্বাধিকারী জুয়েল মিয়া জিম্মাদার জানান, ময়লা-আবর্জনার দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ। পরিত্যক্ত ভবনটি অনেকেই এখন প্রস্রাবখানা হিসেবে ব্যবহার করছে। এমন নোংরা পরিবেশের কারণে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া বলেন,পুরাতন ভবনটি কিছুদিন আগে পরিস্কার করা হয়েছিল। স্থানীয় জনসাধারণ সচেতন না থাকায় আবারও ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করে ফেলেছে। শিগগিরই পরিস্কারের ব্যবস্থা করা হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন,এ ব্যাপারে পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।