জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে টমটমের সংঘর্ষের ঘটনায় আহত এক শিশু মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ আল মুরসালিন। তিনি উপজেলার শাহজালালপুর পুরকায়স্থবাড়ী গ্রামের ছাব্বির আহমদের ছেলে।
এর আগে, বুধবার (১৮ জুন) শিশুটিকে সঙ্গে করে ভাইয়ের বিয়েতে উপজেলার সোনাসারস্থ সৌদিয়া সেন্টারে যান তাঁর মা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে একটি টমটমের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই টমটম চালক শাহাব উদ্দিন সাবু (৪৮) নিহত হন। এ ঘটনায় বর-কনে, নারী শিশুসহ মায়ের সঙ্গে গাড়িতে থাকা শিশু মুরসালিনসহ ১২ জন গুরুতর আহত হন।
এরপর উন্নত চিকিৎসার জন্য শিশু মুরসালিনকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শতচেষ্ঠার পরও শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত চারজন শিশুসহ ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের অনেকের অবস্থাই গুরুতর।