আজমিরীগঞ্জ প্রতিনিধি।। আজমিরীগঞ্জ উপজেলা ৫ নং শিবপাশা ইউনিয়নে সেবা নিতে আসা জনগণ সম্মুখীন হচ্ছেন নানা সমস্যায়। প্রতিদিন হয়রানি শিকার হচ্ছে সেবা নিতে আসা ইউনিয়নবাসী।অফিসে ঠিক মতো দায়িত্ব পালন করছেন না দায়িত্ব থাকা চেয়ারম্যান ও সচিব ।
আয়তনের দিক দিয়ে শিবপাশা ইউনিয়ন ০৯বর্গ কি.মি.। ইউনিয়নের জনসংখ্যা ৩৪৪৭৪ যার মধ্যে পুরুষ ১৬৯৭০ জন এবং মহিলা ১৬৫০৪ জন।
সেবা নিতে আশা অধিকাংশ লোকজনই পরেছেন নানা বিপাকে। অফিস রেখে চলে যান ব্যক্তিগত নানা কাজে সচিব। সচিবের দায়িত্বের অবহেলায় হয়রানি শিকার হচ্ছে সেবা নিতে আসা জনগণ।
সচিবের আচরণে প্রায়ই অসন্তোষ প্রকাশ করেন ইউনিয়ন অফিসে আসা সেবা গ্রহীতারা।
https://websites.co.in/refer/168184
১৮ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকায় কয়েকজন ছাত্র একটি ভিডিও ধারণ করেন। ভিডিও ফুটেজ দেখা যায় সারিবদ্ধ হয়ে ইউনিয়নে সেবা নিতে আসছেন জনগণ। পাশের রুমে ইউনিয়ন সচিব না থাকায় মন্তব্য করেছেন তারা।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের অবহেলার কারণে এমন হচ্ছে বলেই ধারণা করছেন ছাত্ররা। ইউনিয়নে উপস্থিত নেই ইউনিয়ন চেয়ারম্যান নিজেও।
ভিডিওতে আরো দেখা যায় সচিবের রুরে বসে আছেন কয়েকজন সেবা গ্রহিতা,বাহিরে অনেকেই প্রয়োজনীয় কাজে অপেক্ষা করছেন তার। অবহেলা আর মনগড়া নীতিতে চলছে শিবপাশা ইউনিয়ন পরিষদ।
এসব বিষয়ে শিবপাশা ইউনিয়নের দায়িত্ব থাকা সচিব অজিৎ সরকার বলেন, আমি হঠাৎ আজকে সকাল থেকে অসুস্থ। প্রেসার ও ডায়েবিটিস আমার। কিছুদিন আগে আমি স্ট্রোক করি। চিকিৎসা জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজে ভর্তি ছিলাম। আমার সহকারী ইউনিয়নে উপস্থিত ছিলো। চেয়ারম্যানের বিষয়ে তিনি জানান গ্রাম্য রাজনীতির কারণে উনার বিরুদ্ধে মামলা রয়েছে। গত দুইদিন ধরে তিনি অফিসে আসেনা।তবে তিনি নিয়মিত অফিস করেন। সচিবের অনুপস্থিত বিষয়ে কাউকে অবগত করছেন কিনা,এ বিষয়ে তিনি জানান কাউকে অবগত করেননি।
ইউনিয়ন চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে বার বার কল দিলে সংযোগ বিছিন্ন দেখান।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply