মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সিলেটের সড়ক সেজেছে আল্পনার রঙে। সড়কে আল্পনা আঁকছেন আর্টস কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হয় এই কর্মযজ্ঞ। সিলেট সিটি করপোরেশনের আয়োজনেই মূলত প্রতিবছর রঙতুলির আঁচড়ে বর্ণিল রূপ পায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।
আল্পনা আঁকতে ব্যস্ত শিল্পীরা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন আয়োজন। প্রতিবছরের মত এবারও আল্পনা আঁকা হয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।
এদিকে, আল্পনা অঙ্কনের সুবিধার্থে চৌহাট্টায় সড়কের দু’পাশ দিয়ে যানবাহন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে নগরীর প্রশস্ত ফুটপাত দিয়ে পথচারীরা নিজ নিজ গন্তব্যে হেঁটে যেতে পারছেন।
নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়।
এদিকে সিলেট সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাত বারোটায় শ্রদ্ধা নিবেদেনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলে জানালেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত বারোটার পর থেকে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত থাকবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। সর্বসাধারণের শ্রদ্ধায় ফুলে ফুলে শোভিত হবে শহীদ মিনারের বেদি।
https://websites.co.in/refer/168184
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply