স্টাফ রিপোর্টারঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামে মানবাধিকার কর্মী মোঃ জাকির হোসেন ও নিজ আগনা কুরের পাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম সহ গ্রাম্য পঞ্চায়েতের বিশিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাদক সেবী কৌছর মিয়া ও বাদশা মিয়া সহ তার লোকজন কর্তৃক একাধিক ষড়যন্ত্র মূলক হয়রানি ও মানহানিকর মামলা এবং বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ইনাতগঞ্জ টু কাজিগঞ্জ বাজার সড়কের পার্শে উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিবিয়ানা শিল্পাঞ্চল শাখা হবিগঞ্জ ও স্থানীয় এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিবিয়ানা শিল্পাঞ্চল শাখা হবিগঞ্জ এর সভাপতি ও ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মসুদ আহমদ জিহাদি, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুব আলম খসরু, ইউপি সদস্য মতচ্ছির রহমান,সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, সাবেক মেম্বার আবুল বাশার, প্রবীণ মুরব্বি শুকুর হোসেন, মামদ মিয়া, মোঃ ছবিউর রহমান, সুরুজ মিয়া, ছামির রহমান, ডাঃ আকবর আলী, মোঃ খালিকুজ্জামান, আব্দুল কবির ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিবিয়ানা শিল্পাঞ্চল শাখা হবিগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ নেতা কৌছর মিয়া কোনো বিচার পঞ্চায়েত ও আইন কানুনের তোয়াক্কা না করে গ্রামের শত শত বছরের পুরনো একটি মাঠ ও গোচারণ ভুমির জায়গা জবর দখল করে উল্টো নিজেই বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিজ্ঞ আদালত ও থানায় মিথ্যার আশ্রয় নিয়ে একটি কুচক্রী মহলের ইন্ধনে গ্রামের শান্তিপ্রিয় মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি ও ষড়যন্ত্র মূলক মামলা করে হয়রানি করে আসছেন। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। পাশাপাশি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply