আশাহীদ আলী আশা।। অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বুধবার ২৫ ফেব্রুয়ারি আলোচনা সভা একুশে সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা শাখার আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক জনাব মুক্তার আহমদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিলেট জেলা বাউল দলের সদস্য সচিব বাউল নোমান উদ্দিন রিপন।
মহানগর বাউল দলের সদস্য সচিব কণ্ঠশিল্পী শাকিল আহমদ কয়েছ এর উপস্থাপনা কণ্ঠশিল্পী এম এ জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সামগ্রিক তদারকি করেন মহানগর বাউল দলের আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম স্বপন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর আহবায়ক সিলেট মহানগর ও সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জনাব হুমায়ুন কবির শাহীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর সিলেট জেলা আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও সদস্য সচিব সিলেট জেলা কৃষক দলের তাজরুল ইসলাম তাজুল, সিলেট জেলা কৃষক দল এর যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, সিলেট বিভাগীয় প্রেস ক্লাব (সিলেট বিভাগ) এর সভাপতি ও সিলেট জেলা জাসাস এর সাবেক সহ-সভাপতি খায়রুল আলম সুমন।
আমন্ত্রিত অতিথি বলেন, ৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং যাদের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং যারা শহীদ হয়ে পাকিস্থানের হাত থেকে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা উপহার দিয়েছেন উনাদের আমরা কোন দিনও ভূলতে পারবো না। উপস্থিত অতিথিরা আরও বলেন, আমাদের এই বাংলা ভাষা শুধু আমাদের মধ্যে বা আমাদের দেশে সীমাবদ্ধ নয়। আজ সারা বিশ্বে বাংলা ভাষার সুনাম রয়েছে এবং এই মাতৃভাষা দিবসটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সুরের ধ্বনি সংগীত নিকেতন ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধকগান পরিবেশিত হয়। সিলেট জেলা ও মহানগর বাউল দলের সমন্বয়ে পরিবেশিত হয় জাতীয়তাবাদী দলীয় গণসংগীত।
https://websites.co.in/refer/168184
একক সংগীত পরিবেশন করেন সিলেটের প্রখ্যাত বাউল বিরহী লাল মিয়া, বাউল লোকমান সরকার, বাউল ছালেহ আহমদ সালাম, বাউল নোমান উদ্দিন রিপন, কণ্ঠশিল্পী এম এ জাহিদ হোসেন, কণ্ঠশিল্পী শাকিল আহমদ কয়েছ, কণ্ঠশিল্পী মাসুম জামান, কণ্ঠশিল্পী রুবেল আহমদ, কৌতুক শিল্পী মোঃ নজরুল ইসলাম দুলাল, ঢাকা মানিকগঞ্জ থেকে আগত কণ্ঠশিল্পী ছোট মমতাজ, কণ্ঠশিল্পী কবিতা, কণ্ঠশিল্পী ফারজানা আক্তার, কণ্ঠশিল্পী অনামিকা দেব অনু, কণ্ঠশিল্পী লিমা সরকার, কণ্ঠশিল্পী জালালী পায়রা, কণ্ঠশিল্পী নীলিমা, কণ্ঠশিল্পী নির্ঝর সহ জেলা ও মহানগর বাউল দলের অন্যান্য শিল্পী বৃন্দরা।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply