ষ্টাফ রিপোটার:: স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত (২৬ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৫ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাকরাইল ঢাকা এর সেমিনার হলে আলোচনা সভা ও বিশিষ্ট কথাসাহিত্যিক জাহানারা তোফায়েল এর ‘POPULAR RHYMES’ ও “ভূতের রাজা ভূতং” এবং কবি ও কণ্ঠশিল্পী হোসনে আরা ডলি’র “নোবেল বিজয়ী তিন বাঙালি” বইয়ের মোড়ক উন্মোচন, অমর একুশে স্মৃতি সম্মাননা পদক প্রদান ও একুশের কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ.এস.এম আব্দুল হালিম।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অগ্নিকন্ঠ’র সম্পাদক ও প্রকাশক সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়েন অব হিউম্যান রাইটস এন্ড ডিজএ্যাবল্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামীম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক আকবর সিরাজী, মার্টিনেট সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মনিরুল ইসলাম ও আফিয়াত ট্রেড প্রোপাটিজ এর সত্বাধিকারী ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু।
আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইদ্রিস আলী, বিশিষ্ট কবি ও সমাজসেবী ডা. দেবিকা রানী হালদার, বিশিষ্ট ব্যাংকার এডভোকেট কে এম আশরাফ, বিশিষ্ট সাংবাদিক নেতা আশাহীদ আলী আশা, বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী মুফতি আলহাজ্ব মাওলানা কে এম এ ওয়াহাব নাঈমী, বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ড. এম মুসা আহমেদ পিএইচডি, জেনারেল এম এ রব গবেষণা পরিষদ হবিগঞ্জের আজীবন সদস্য বিশিষ্ট লেখক শাহ মোহিত সরকার, বাংলাদেশ ডেন্টাল চিকিৎসক সোসাইটির সেক্রেটারী ডা. এম এ শাহজাহান মজুমদার প্রমুখ। সভাপতিত্ব করেন স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি।
অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোশাররফ হোসাইন রাজু।
Leave a Reply