ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজ করতে এসে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ শ্রমিককে টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- রশিদ আহমদ, মারুফ আহমদ, শাহিন আহমদ, এমাদ উদ্দিন, খালেদ হাসান ও আব্দুল জলিল। তারা সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাঁও বাজার এলাকার বাসিন্দা।মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধারের কথা জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, কাজের কথা বলে তাদেরকে মানবপাচারকারীরা টেকনাফের বাহারছড়ায় নিয়ে যায়। পরে তাদেরকে পাহাড়ের পাশে আস্তানায় আটকে রাখা হয়। পরে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনিপ্রসঙ্গত, গত ১৫ এপ্রিল বিকেলের দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ছয়জন কাজের খোঁজে কক্সবাজারে আসেন। ১৬ এপ্রিল পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
Leave a Reply