স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে পৃথক বিজিবির অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস হাতে জব্দকৃত ভারতীয় মালামাল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল ও চুনারুঘাট সীমান্ত এলাকায় গতকাল ২ মে পরিচালিত অভিযানে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও সেখান থেকে ভারতীয় শাড়ি ৭১ পিস, মদের বোতল ৩০ টি এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ ঘটনায় বলেন, চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা সক্রিয়। এই ধরনের অভিযান আমাদের যুবসমাজকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখবে।
তিনি আরও জানান-চোরাচালানিরা পণ্য ফেলে রেখে পালালে সেগুলো জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও শাড়ি আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল ও চুনারুঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা।
Leave a Reply