ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বাদ পড়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের পর কোপা দেলরের ফাইনালেও বার্সেলোনার কাছে হেরেছে। লস ব্লাংকোদের এখন শেষ আশা লা লিগা। কিন্তু আজকের এল ক্লাসিকো জিততে না পারলে তাদের এটুকু আশার আলোও নিভে যেতে পারে।অলিম্পিক লুইস স্টেডিয়ামে বার্সার কাছে এই মহারণে পয়েন্ট হারালেই লিগ শিরোপা অনেকটা হাতছাড়া হয়ে যাবে রিয়ালের। আর পরিষ্কার হয়ে যাবে বার্সার শিরোপার পথ।
চার ম্যাচ বাকি থাকতে রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে হ্যান্সি ফ্লিকের দল। রিয়ালকে হারাতে পারলে ব্যবধান দাঁড়াবে ৭ পয়েন্টেসে ক্ষেত্রে বাকি তিন ম্যাচের একটিতে জিতলেই শিরোপা উদযাপন করবে কাতালানরা। রিয়ালের সঙ্গে এবার তিন দেখায় শতভাগ সাফল্য পেয়েছে বার্সা। ৪-০, ৫-২ এবং ৩-২ গোলে জেতার সুখস্মৃতি আছে ইয়ামাল-রাফিনিয়াদের। তবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে বাদ পড়ায় মনোবলে ধাক্কা লেগেছে বার্সার। সেসব ভুলে অবশ্য সব মনোযোগ আজকের ম্যাচ ঘিরে। গতকাল দলটির কোচ হ্যান্সি ফ্লিক যেমন বলেছেন, ‘ইন্টারের কাছে হার মেনে নেওয়া সহজ ছিল না। তবে যা কিছু হচ্ছে তাতে আমরা খুশি। আমাদের আর চারটি ম্যাচ আছে এবং দেখাতে চাই আমরা কতটা ভালো খেলতে পারি। ওরা (রিয়াল) কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরা নিজেদের মাঠে খেলবএটা অনেক সাহায্য করবে আমাদের।’
রিয়ালের ডাগআউটে এটাই হতে যাচ্ছে কার্লো আনচেলোত্তির শেষ ক্লাসিকো। ক্লাব ছাড়ার আগে মাদ্রিদ সমর্থকদের উচ্ছ্বাসে ভাসানোর মুহূর্ত এনে দিতে পারেন কি না তিনি, সেটাই এখন দেখার। দল অবশ্য চোটে জর্জর। মধ্য মাঠে নেই আগের সেই আধিপত্য। আক্রমণে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামদের তাই বাড়তি দায়িত্ব নিতে হবে আজ।
Leave a Reply