সেলিম মাহবুব, ছাতক:: ছাতকে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও হেফাজত ইসলামের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে (২৩ মে) শুক্রবার বাদ আছর হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে ছাতক চাঁদনীঘাট জামে মসজিদের সামন থেকে এক বিক্ষোভ মিছিল ছাতক পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় হেফাজত ইসলাম বাংলাদেশের ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি সাঈদ আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা হেফাজত ইসলামের সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উমায়রুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ ছিদ্দিক আহমদ, প্রচার সম্পাদক মাওলানা কাওসার আহমদ সহ হেফাজত ইসলাম ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ছাতক চাঁদনীঘাট জামে মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান।
Leave a Reply