শ্রীমঙ্গলে হাওর প্রকল্পের ইমামদের সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান

মো: রবি উদ্দিন,শ্রীমঙ্গল প্রতিনিধি।। হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইমাম ও খতিবদের অংশগ্রহণে ৩ দিনের কর্মশালা বুধবার শ্রীমঙ্গল পৌরসভার মিলনায়তনে দুপুর ১:০০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলার উপ-পরিচালক মোঃ ফারুক আলমের সভাপতিত্বে ও হাওর প্রকল্পের মৌলভীবাজার জেলার ফিল্ড সুপারভাইজার মোঃ ফারুক আহমদের সঞ্চলনায় এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল বারী ও মডেল কেয়ারটেকার মোঃ আব্দুর রবের সার্বিক সহযোগিতায় সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ,মোঃ ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীমঙ্গল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা, ও শ্রীমঙ্গল উপজেলার প্রশিক্ষণরত ইমামগণ।