তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে একটি স্টিলের নৌকাসহ আনুমানিক ৬০ ঘনফুট বালু জব্দ করে পুলিশ।পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— তাহিরপুর উপজেলার গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে তাহের মিয়া (২০), টেকাটুকিয়া গ্রামের কাদির মিয়ার ছেলে বিজয় আহমদ (২৪) এবং আবু তাহেরের ছেলে নজির আহমদ (২৬)।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।