কবিতা মাথায় আকাশ ভেঙে পড়ে, নতুন বন্যায়, জলের তোড়ে ভাঙে নদীর তট, সবুজেরা হারিয়ে যায় হাহাকারে! ছায়া পড়ে অতীত স্মৃতির সিন্ধুকে, পাহাড়ি ঝর্ণা ভাসিয়ে নিয়ে যায় নতুন শখ। মেঘেরা খেলা করে কড়ুক, টেনে আনে ভয়ংকর উজ্জ্বল আঘাত! প্রচন্ড শব্দে হারায় কখনো স্বপের সামিয়ানা! উঠতি বয়স পিক-আপের চাপে হয় জোর, রক্তাক্ত হয় স্বচ্ছ পথ! আর্তনাদে ভরে
আরও পড়ুন.....