প্রধান প্রতিবেদক।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতা শাকিলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী মৌলদ মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঘটনাটি ঘটে ২১ জানুয়ারি রাত আনুমানিক ১টার সময়। স্থানীয় সন্ত্রাসীরা নবীগঞ্জ ছাত্রদলের নেতাকর্মী শাখিলের ওপর বর্বরোচিত হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন।
রবিবার, ৩ মে মৌলদ মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply