নবীগঞ্জে পলাতক আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।। নবীগঞ্জে পুলিশের অভিযানে শহরের অভয়নগর থেকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামের কবিন্দ্র সরকার প্রকাশ (৩০) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রবিবার (০৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত কবিন্দ্র সরকার প্রকাশ কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামের রবীন্দ্র সরকারের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান এর নেতৃত্বে ও এসআই সুমন সঙ্গীয় ফোর্স সহ থাকে নবীগঞ্জ শহরে অভয়নগর (কবিরুন বেগমের ভাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সে জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন দিন-যাবত পলাতক ছিল।
বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল