মাধবপুর প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী ট্রাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত শাহাব উদ্দিন ওই গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ট্রাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুজিবল ইসলাম এর নেতৃত্বে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলনগর গ্রামের শাহাব উদ্দিন এর বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও নগদ ২ লাখ ১৪ হাজার ৩০০ টাকা জব্দ ও শাহাব উদ্দিন কে গ্রেফতার করা হয়। প্রায় দুই ঘণ্টা ব্যাপী অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ-এর সদস্যরা অংশ নেন।
সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।
Leave a Reply