ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ মে সুনামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণশুনানি। সকাল ৯টায় শহরের হাছন রাজা মিলনায়তনে এই গণশুনানি শুরু হবে। অনুষ্ঠানটি আয়োজন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক), সিলেট সমন্বিত জেলা কার্যালয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ হাসান ফারিদ।এসময় সুনামগঞ্জ জেলা পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বিদ্যুৎ বিভাগ, শিক্ষা অফিস, সড়ক ও জনপদ, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, ওজোপাডিকো, পরিবার পরিকল্পনা, কৃষি ও সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কর্মকর্তা বা প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।দুর্নীতি দমন কমিশন সিলেটের কোর্ট ইন্সপেক্টর মো. জাহিদুল ইসলাম জানান, ১৯ মে সুনামগঞ্জে অনুষ্ঠিত হবে, সরকারি দপ্তরে সেবা পেতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে বা দুর্নীতির অভিযোগ থাকলে এই গণশুনানিতে অংশগ্রহণ করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
Leave a Reply