স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুরে মডেল মাদ্রাসার এক ছাত্রের বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম শাহিন আলম (১৩)। সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের জামতলা গ্রামের সাজিনুর রহমানের ছেলে এবং দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসার নুরানী (প্রথম) শ্রেণির ছাত্র।
জানা যায়,(১১ মে) রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বাদাঘাট বাজার সংলগ্ন মাদ্রাসায় যায় শাহিন আলম। সকাল সাড়ে ১০ টার দিকে সে মাদ্রাসার বাথরুমে গিয়ে পানির মোটরের লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়।এদিকে অনেকক্ষণ ধরে বাথরুমে থেকে আসতে না দেখে তার সহপাঠী একজন গিয়ে দেখে শাহিন ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে তারা বিষয়টি মাদ্রাসার শিক্ষকদের জানালে তারা গিয়ে ওয়াসরুম থেকে তাকে উদ্ধার করে স্থানীয় বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যায়, চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার পরিচালক মাও. হাবিব বিন আজিজ বলেন, মাদ্রাসায় শাহিন আলম সকালে পড়তে এসে ওয়াশরুমের যায়, সেখানে অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর, জানাজা ও দাফন করা হয়েছে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
Leave a Reply