সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোঃ আব্দুস সাত্তার (৪৩) নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ও নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ছাতক থানার এস আই সিকান্দর আলী, এস আই রেজাউল করিম, এ এস আই নাসির উদ্দিন বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (১৪ মে) রাতে লক্ষিবাউর বাজার এলাকা থেকে মোঃ আব্দুস সাত্তারকে গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, জানান, ছাতক থানার মামলা নং মামলা নং-১৫, তাং-১০.০২.২০২৫ খ্রি,এর সন্দিগ্ধ আসামী মোঃ আব্দুস সাত্তার। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply