1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

জাতীয় পার্টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন জিএম কাদের: খন্দকার মনিরুজ্জামান টিটু

  • আপডেটের সময়: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯ ভিউ

স্টাফ রিপোর্টার।। ফ্যাসিবাদ সরকারের সাথে হাত মিলিয়ে মনোনয়ন বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জাতীয় পার্টিকে বিতর্কিত করেছেন জিএম কাদের— এমন অভিযোগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু। তিনি বলেন, সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল জাতীয় পার্টির জন্য এক মহা বিপর্যয়। সেই বিপর্যয়ের মূল দায় বর্তায় দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের ওপর।

 

সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের দি হবিগঞ্জ ফুড ভিলেজে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

https://10ms.io/xvfHJ3 https://10ms.io/PvfHZu

খন্দকার টিটু আরও বলেন, “আজ সারাদেশে পল্লীবন্ধু এরশাদের আদর্শে বিশ্বাসী তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ। জাতীয় পার্টির ইমেজ সংকটের জন্য জিএম কাদের সরাসরি দায়ী। তাই তাকে বাদ দিয়ে এরশাদ পরিবারের নেতৃত্বে একটি শুদ্ধ অভিযান চালিয়ে দলকে পুনর্গঠন করতে হবে।”

 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট এমএ সালেহ চৌধুরী। সভা পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুরাদ আহমেদ।

 

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা মোশাহিদ আলীর সভাপতিত্বে বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ, যুগ্ম ও শ্রম বিষয়ক সম্পাদক জামাল মিয়া, কেন্দ্রীয় সদস্য ওয়াহিদ মিয়া।

 

সভা চলাকালীন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন, “জাতীয় পার্টিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন জিএম কাদের। মনোনয়ন বাণিজ্য, স্বজনপ্রীতি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে তিনি দলের ভিত নড়বড়ে করে দিয়েছেন। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

https://10ms.io/CvN08m

তিনি আরও বলেন, “পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই আমরা আবারও জাতীয় পার্টিকে জনআস্থার জায়গায় ফিরিয়ে আনতে পারবো।”

 

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মাওলানা সাদিক মিয়া, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মানিক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ চৌধুরী, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রঞ্জু দেব, জেলা জাতীয় পার্টির সদস্য চাঁন মিয়া, নূর মিয়া, অজুদ মিয়া, সোহেল মিয়া ও মুছা মিয়া প্রমূখ।

 

সভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক বাবু শংকর পালকে দেখতে তার চৌধুরী বাজারস্থ বাসভবনে ছুটে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় শংকর পালের শারীরিক অবস্থার খোজ-খবর নেন এবং তার রোগমুক্তি কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com