দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
(২৬ মে) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল হামিদ ওই ইউনিয়নের লামা সানিয়া গ্রামের মৃত মতি মিয়ার পুত্র।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, গত বছর ২ নভেম্বর দোয়ারাবাজার থানার ২ নং মামলায় আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়।
Leave a Reply