সুনামগঞ্জে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুরে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে মিজান (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত মিজান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।
(১৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ইসকন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মিজান মাহারাম নদীর উপর নির্মাণকৃত সেতুর সিমেন্ট বহন করে আনার জন্য ট্রাক্টর নিয়ে যাদুকাটা নদীর পড়ে যান। নদী পাড়ের নৌকা থেকে অতিরিক্ত সিমেন্ট বোঝাই করে ফেরার পথে ইসকন মন্দিরের সামনে নীচ থেকে উপরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে নীচে পড়ে ঘটনাস্হলেই মিজানের মৃত্যু হয়।
সূত্র জানায়, মাহারাম নদীর উপর সেতু নির্মাণ কাজ করছে হামিম ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে চুক্তিভিক্তিক চালক হিসেবে কাজ করতেন মিজান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।