মনিপুরে অনির্দিষ্টকালের কারফিউ, ইন্টারনেট বন্ধ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। অনির্দিষ্টকালের জন্য মণিপুরে কারফিউ ঘোষণা করা হয়েছে। মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরামবাই টেংগোলের পাঁচ স্বেচ্ছাসেবককে সম্প্রতি গ্রেফতার করার পর থেকেই ইম্ফলের বিভিন্ন অংশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এই জেরে পাঁচ জেলায় ৫ দিনে ইন্টারনেট পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে মণিপুর সরকার। বিষ্ণুপুরের জারি করা হয়েছে কারফিউ। খবর হিন্দুস্তান টাইমসের।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে ইন্টারনেট পরিষেবার ওপর নিষেধাজ্ঞা। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং জেলায় ইন্টারনেটে স্থগিতাদেশ জারি থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই একতরফাভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধের এই নির্দেশ দেওয়া হচ্ছে। আদেশ অমান্যকারী কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মণিপুরের জেলাগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।’
এই আবহে সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে যে, কিছু সমাজবিরোধী জনসাধারণের আবেগকে উসকে দেওয়ার জন্য ছবি, ঘৃণামূলক বক্তব্য ও ঘৃণামূলক ভিডিও বার্তা ছড়িয়ে দিতে চাইছে। এর জন্য ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হতে পারে, যা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।’
এর আগে শনিবার রাতে ইম্ফলের রাস্তায় বিক্ষোভ হয়। শহরের বিভিন্ন অংশে ব্যাপক তাণ্ডব চলে। বিক্ষোভকারীরা টেংগোলের সদস্যদের মুক্তির দাবিতে কোয়াকিথেল ও উরিপোকের রাস্তার মাঝখানে টায়ার ও পুরানো আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
এদিকে, ঈদুল আজহার পরের দিনেও দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জনেরও বেশি বেসামরিক মানুষ। হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্সের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা রোববার (৮ জুন) সকালে এ তথ্য জানিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার পরের দিন স্থানীয় সময় শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার পৃথক স্থানে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য এবং এই ১৬ জনের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। এই পরিবারটি বসবাস করত গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়।
ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। তিনি আরও জানান, শনিবারের হামলায় অন্তত ৮৫ জন ধ্বংস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ আজ রাতে নেশনস লিগের ফাইনালে মুখোমুখি পর্তুগাল–স্পেন