ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খুলে দেয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা। স্বাভাবিক হয়েছে সকল ধরণের বিমান চলাচল। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (১০ মে) স্থানীয় সময় বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক-ভারত যুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিলে এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার।
বিবৃতিতে ফ্লাইট শিডিউল সম্পর্কে জেনে বিমানবন্দরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে যাত্রীদের। এর আগে এদিন ভোররাতে পাক-ভারত যুদ্ধের জেরে বন্ধ ঘোষণা করা হয় পাকিস্তানের আকাশসীমা। বাতিল হয় সকল সামরিক ও বেসামরিক বিমান চলাচল। তবে এখনও বন্ধ আছে ভারতের ৩২টি বিমানবন্দরের বিমান চলাচল। ১৪ মে পর্যন্ত চলার ঘোষণা দিয়ে সাময়িক এ নিষেধাজ্ঞা দেয়া হয় শনিবার সকালে।
Leave a Reply